সে মানুষ হতে চেয়েছিল -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
196
Shaheena Ronju

সে মানুষ হতে চেয়েছিল

কবি শাহিনা খাতুন

দৃশ্যপট একটু একটু করে পাল্টাতে থাকে
চুপচাপ বসে আছি,
হত্যা ধর্ষণ লুণ্ঠন এসব চারপাশে আছে খুব
কাগজের পাতায়ও আছে ঢের
আমি আমার মগজ থেকে সরাতে চাই
নতুন অনুপ্রবেশ নিষিদ্ধ করেছি বহুদিন ধরে
তবুও সবসময় হালনাগাদ থাকা লোকজন
বিভিন্ন বিষয়ে কথা বলতে চায়।
তারা জানেনা যে কতটা রক্তাক্ত হচ্ছি
মনে হয় তোমার জন্য হাঁটছি
আরও হাটবো
হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে
বসে থাকবো একটা খিরির গাছের তলে
তারপর ঘুমিয়ে পড়বো,
চেনাজন পথ ধরে যদি যায়
যদি জিজ্ঞাসে অবেলায় কে ঘুমায় বৃক্ষ তলায়
তবে তাকে যে কেউ বলে দিও
সে মানুষ হতে চেয়েছিল।

১৯/৮/২০২১

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধসবকিছু ভুলে যেতে নেই -কবি এম আসলাম লিটন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধমামার হাতে ভাগ্নের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে