সন্দীপ কুমার, গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুরে মাহে রমজানের প্রথম দিনে রোজাদার ভ্যানওয়ালা ও পথচারীরা পেলো প্রথম রোজার প্রথম ইফতার উপহার। শনিবার সন্ধার আগ মুহুর্তে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর বাজারের রাস্তায় থাকা ২০০ ভ্যানওয়ালা ও পথচারীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ইফতার সামগ্রী উপহার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন। ইউএনও মোঃ তমাল হোসেন জানান, করোনা পরিস্থিতিতে সবকিছু স্থবির হয়ে আছে । তাই আজকে উপজেলার গুরুদাসপুর ও চাঁচকৈড় রাস্তায় রোজাদার ভ্যানওয়ালা ও রোজাদার পথচারীদের মাঝে ইফতার সামগ্রী হাতে তুলে দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এবং তাদেরকে ঘরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। কারো যদি খাদ্য সহায়তা প্রয়োজন হয় তাহলে উপজেলা প্রশাসনের কন্ট্রলরুম নম্বরে ফোন করলেই তার বাড়িতে খাবার পৌছানো হবে। প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে বের না হওয়ার জন্যও বলা হয়েছে।
প্রথম রোজার প্রথম ইফতার পেলো পথচারী ও ভ্যানওয়ালা
Advertisement