কবি লিটন রাকিব- এর চারটি কবিতা

0
397
লিটন

মায়াবী মুখ

কবিতা লেখা আর অন্তহীন কল্পনা
মুখ আঁকে ক্যানভাসে।
রঙে রঙে, মুখে মুখে
ক্যানভাসে এক গাঢ় মায়াবী মুখ জন্মায়
রাত্রির ঠোঁট তখন গজলের/গীতবিতানের পাতায়
নিয়ন আলোয় মুখ আর রাত
ভেসে যায় অন্ধকারে
কান্নার বুকে শুধু স্মৃতি ধুয়ে রাখি—

এত দূরে যেওনা, যেখান থেকে ফিরতে
পারবে না কখনও…

স্বপ্ন দিয়ে সাজাই কান্না দিয়ে ধুই

কুয়াশা রোদে হাঁটতে হাঁটতে
নিজেকেই নিজের অচেনা হয়ে ওঠা
শূণ্যতার মাঝে ঠিক কতখানি স্রোত
বোঝার জন্য ততখানিই নিঃস্ব হতে হয়।

অজস্র মানুষের জন্য অজস্র মানুষের ভেঙে যেতে থাকা।
ভাঙা আর গড়া, গড়া আর ভাঙা…
শেষান্তে পড়ে থাকে সাদা আর কালো
তবুও তো আলো!

হৃদয়ের ক্যানভাসে

মনের গহনে ডুব দিয়ে
যতবার খুঁজেছি ততবারই
আরও আরও গভীরতর হয়েছে ভাবনার-রাজ্য।
ভাবনা থেকে মন যখন গুটিয়ে নিয়েছি
ঠিক তখনই তুমি এলে— ‘ভালবাসার বারান্দায়।‘

ভালবাসার করাল বৃষ্টিতে
চোখের দু-পাশ শুষ্ক
ইলশে গুড়ির বৃষ্টির স্পর্শেও
বারে বারে ব্যর্থ
উষ্ণতার উত্তাল সমূদ্র।

ফিরে পাওয়া

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও
ফিরে আসা যায়।
শুধু ফেলে আসা দিনগুলো
ফিরে পাওয়া যায় না।

আমি কুয়াশা ছিঁড়ে ছিঁড়ে
সবুজ পাতার বুকে এঁকে রাখি
নতুন ঠিকানা।

লেখক: কবি ও গবেষক যাদবপুর বিশ্ববিদ্যালয় , কোলকাতা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ
পরবর্তী নিবন্ধশুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন রথীন মন্ডল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে