মৃত্যু চাই
মহিউদ্দিন ফারুক অপু
মৃত্যু হোক বারবার
মৃত্যু হোক অবহেলা-অবজ্ঞার।
মৃত্যু হোক যত অনিয়ম অন্যায়ের।
মৃত্যু হোক আমার আপনার সকলের,
তবে সে মৃত্যু হোক ভালো না থাকার।
অমানবিকতার মৃত্যু হোক।
অধিকার আদায়ে দু-কদমের পূর্ণতায়,
পরাধীনতার ছেকল ছেড়ায়,
মৃত্যু হোক সকল পিঁসাচের।
আমি মৃত্যু চাই,
এতিম অনাহারীর পেটের জন্য।
সাদা কালোর পার্থক্যের মৃত্যু চাই।
মৃত্যু চাই ধনী-গরীব বৈষম্যের।
পেট ও পকেটের জন্য টাকার মৃত্যু চাই।
ছেঁড়া পোষাকে দৃষ্টির মৃত্যু চাই।
অত্যাচারির সাহসিকতার মৃত্যু চাই।
মৃত্যু চাই দুর্বলদের অনৈক্যের।
আমি মৃত্যু চাই কলমের,
যে সবার জন্য লিখে না।
মৃত্যু হোক নেতৃত্বের,
যা সবার জন্য সমান না।
আমি মৃত্যুরও মৃত্যু চাই,
যদি তা হয় ভালোবাসার।
Advertisement