সমাধি -কবি মাহফুজা আরা পলক‘এর কবিতা

0
498
Mahfuza Polok

সমাধি

কবি মাহফুজা আরা পলক

যতনে রেখো মোরে
তোমার আঙিনার ধারে
এত ভালোবাসাবাসি
সবি রবে পড়ে,
যখন আমি তোমায় ছেড়ে
রইব মাটির ছোট্ট ঘরে
আমায় ভালবেসে দুমুঠো মাটি
দিও এই কবরেতে।
নিশুতি রাতে শূন্য শয্যা
আঁধারে ঢেকে গেলে
একাদশীর চাঁদে খোঁজ না আমায়,
খোঁজ ভরা পূর্ণিমা এলে।
দুচোখে তখন জল এনোনা
নোনা জলে ঝাপসা চোখে
আমায় দেখবে কেমন করে?
ভোরের বাতাস হিম ছড়িয়ে
ডাকবে যখন কানে কানে
ঠিক জানবে স্নানটি সেরে
তাকিয়ে আছি তোমার পানে,
ভোরের পাখি রবির লাগি
করবে যখন ডাকাডাকি
ঘুমটি ভেঙে আমায় বিনে
মুছোনা যেন দুটি আঁখি,
উঠোন তারে ঝুলবেনা আর
শুকোতে দেয়া লাল শাড়ি
ব্যাকুল হয়েও পাবেনা তুমি
খোঁজ যদি সারা বাড়ি।
সাঁঝের বেলা ধুলো মেখে
ফিরবে যখন বাড়ির পথে
তখন জেন থাকবেনা কেউ
অধীর হয়ে অপেক্ষাতে।
জোনাক জ্বলা সন্ধ্যা বেলা
দীর্ঘশ্বাসে জাগবে যখন
তখন আমায় দেখ তুমি
পুকুর পাড়ে আগের মতন।
গভীর রাতে তোমার চোখের
ঘুমের রানী নিলে ছুটি
ছুটে যেও যেখানটাতে
করেছিলে মোর সমাধি।
কৃষ্ণচূড়া ফুলে ফুলে
ঢেকে দিও কবর খানি
স্বর্গ থেকে তোমার স্পর্শে
প্রাণটি ভরে হাসবো আমি।।

০৩/০৩/২০২১

Advertisement
উৎসMahfuza Polok
পূর্ববর্তী নিবন্ধনাটোরে কিশোর-কিশোরীদের দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নে কর্মশালা
পরবর্তী নিবন্ধমা’কে নিয়ে একটু খানি -গোলাম কবির‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে