নাটোর কন্ঠ : নাটোরের বনপাড়া বাইপাসে গোপন সংবাদের ভিত্তিতে দুধের কন্টেইনারে ১৩৬ বোতল ফেন্সিডিল সহ জয় (২২) নামে এক যুবক কে আটক করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। মঙ্গলবার রাতে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের গাজী কমার্শিয়াল সামনে থেকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই)বারেকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত যুবক চারঘাট থানার বাখরা গ্রামের ফজলু হকের ছেলে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ফেন্সিডিলসহ আটককৃত জয়ের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Advertisement