নাটোরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত

0
322

নাটোর কন্ঠ : নাটোরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। আজ ১৪ই জুলাই ২০২২ খ্রীঃ সাবেক রাষ্টপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে অস্থায়ী কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. সোহেল রানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আঃ সাত্তার মিঠু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, কৃষি বিষয়ক সম্পাদক আসিব রানা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (ভাঃ) মোঃ সুরত আলী সরকার, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান, মো. রাহাতুল্লাহ, পৌর সাধারণ সম্পাদক জিন্নাত আলীসহ প্রমুখ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. শমসের আলী। সকল নেতাকর্মীগন পল্লীবন্ধু এরশাদের আত্নার মাগফিরাত ও জান্নাত নসীবের জন্য দোয়া করেন। পল্লীবন্ধুর স্বৃতিচারণ করার সময় নেতাকর্মীগন আবেগ আপ্লূত হয়ে পড়েন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় বিস্কুটের জন্য শিশু হত্যা
পরবর্তী নিবন্ধনাটোর ডোমপাড়া মাঠ থেকে ফুলবাগান রাস্তাটি কার? সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে