বিবর্ণ প্রভাত
কবি নাসিমা হক মুক্তা
নবগ্রহ ভাসে চোখের দেবতায়
কিন্তু বিস্তীর্ণ সৈকতে সাঁতার কাটে চলমান জীবন।
আলো নেই, বাতাস নেই পৃথিবীর বক্ষে
বৃক্ষলতার অগণিত ছায়া সমাহিত হলো
শেওলা ঢাকা পথে
আগামীকাল ফ্লোরা ফুল এসে ছুয়ে দিবে
বংশীবাদকের শাশ্বত কাল
ঐতিহাসিক এই ক্ষণের
অনুভূতিগুলো হেমলক পান করে শুয়ে আছে
বন্দী ভূতলে
অযাচিত যন্ত্রণার স্তুপে হারিয়ে গেছে ” বর্ষবরণ”
ভোরের সূর্যের রক্তরাঙা ঠোঁটে
ফুলেদলে পান করবে না নব সঙ্গীত সুধা।
বিবর্ণ প্রভাত মিশরের নীলনদে ডুবে
মুখরিত গানে ঢাল হলো একফালি মেঘ।।
(পহেলা বৈশাখ উপলক্ষে লেখা কবিতা)
Advertisement