আকাশের পংক্তিমালা – দেবেশ ঠাকুর এর কবিতা

0
217

আকাশের পংক্তিমালা
দেবেশ ঠাকুর

অবকাশ আর আকাশ যখন ধরা
হাতের মুঠোয় কাঙ্ক্ষিত আশ্রয়
সঙ্গী পাবে সঙ্গীতে অন্তরা
প্রথম আলোয় গভীর বরাভয়।

সূর্য মেঘের যখন আদুল খেলা
কেয়ার বনে সর্পমিথুন দেখে
প্রবীণ সাধু খোঁজেন দুপুরবেলা
অবশ চাওয়া অনাবৃত রেখে!

সবার হাসি, সবার চাওয়া পাওয়া
পছন্দসই জুটেছে সান্ত্বনা?
ইটে লোহায় হারায় উঠোন দাওয়া
জানে,তবু কাঙ্ক্ষিত জানতো না–

পরমার্থ নিছক অনুভূতি
শুনতে ভাল নিজের নিকেতন
মুক্তো জেনে গাঁথছি প্রিয় পুঁতি
আনন্দকে হারাই সারাক্ষণ।

দিগন্ত দুই– জীবন এবং সৃজন
বাছতে হবে প্রিয় না হয় শ্রেয়
কেয়ামতের স্বপ্নে মরে যে জন
মধু বাতাস কাড়লো মধুমেহ

জানলা খুলেই সামনে আকাশ নীল
হামলে পড়ে নিজস্ব রোদ্দুর
অবকাশ আজ উড়ন্ত গাঙচিল
সকল তুমি দৃষ্টি যতদূর—

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে পেঁয়াজে আগুন, দাম ১০০ ছুঁই ছুঁই
পরবর্তী নিবন্ধনাটোর গুরুদাসপুরে মেয়েকে উত্যাক্তের প্রতিবাদ করায় বাবাকে মারপিট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে