এসো রোদে মেলে দিই -কবি সুজিত চট্টোপাধ্যায়‘এর কবিতা

0
245
Golam Kabir

এসো রোদে মেলে দিই

সুজিত চট্টোপাধ্যায়

একটা সময় ছিলো যখন
লুকিয়ে রাখার সময়…..
লুকোচুরি খেলতে খেলতে
বিশেষ কারো সাথে
ভাঙা পাঁচিলের আবডালে
জীবনের প্রথম চুমু খাবার সময়……
পরীক্ষার খাতা হাত দিয়ে চেপে রেখে
উত্তর লেখার সময়….
স্কুল টিফিন, ক্লাসে বসে টিফিনের ঘন্টা পড়ার আগেই লুকিয়ে খেয়ে ফেলার সময়…..
জীবনের প্রথম সিগারেট ;
রোমাঞ্চকর অভিজ্ঞতায়
তৃপ্ত ও ভীত লেবুপাতা চিবোনোর সময়….
প্রেম লুকিয়ে, ভুল বানানে ভরা
চিঠিটাকে লুকিয়ে রাখার সময়……
ক্যারামের ঘুঁটি লুকিয়ে রেখে
খেলা ভণ্ডুল করার সময়……
কাছের বন্ধুকেও চাকরীর পরীক্ষার
খবর লুকিয়ে ফর্ম জমা রাখার সময়……
চাকরী পাবার পর বাঁ হাতি পয়সা
লুকিয়ে রাখার সময়……
বিয়ের পর বড়োদের লুকিয়ে অফিস ব্যাগে কন্ডোম আর ক্যাডবেরি চকোলেট
লুকিয়ে আনার সময়……
বাচ্চারা একটু বড়ো হলে;
তাদের লুকিয়ে নিষিদ্ধ আনন্দ নেবার সময়……
আরো পরে
যখন জীবন ম্যারমেড়ে,
বউকে লুকিয়ে অফিসের সহকর্মী বা ট্রেনের সহযাত্রীনির সাথে লুকিয়ে কাটানো সময়……
এমন তো কতোই লুকিয়েছি…..
আর নয়,বন্ধুরা আর নয়।
এখন শুধু মেলে দেবো,
খুলে দেবো যা কিছু লুকিয়েছি
সবার কাছেই……
এসো ভাদ্রের কড়া রোদে মেলে দিই
স্যাঁতসেঁতে জীবনের সুখ ও দুঃখ যতো
আলমারিতে ফেলে রাখা
বস্ত্রখণ্ডের মতো।

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধমহালয়ায় জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা -দেবাশীষ চৌধুরী
পরবর্তী নিবন্ধলুকোচুরি – বারুনি বিশ্বাস এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে