লুকোচুরি – বারুনি বিশ্বাস এর কবিতা

0
258

লুকোচুরি
বারুনি বিশ্বাস

তুমি যখোন দাঁড়িয়ে থাকো আমার পাশে
আমি তখোন উড়ে বেড়াই দূর আকাশে ।

একটি পাখি
দিচ্ছে উঁকি
পাশের ছাদে
চিলে কোঠায়
দেখছো তা কী ?
ওই যে মেয়ে
চোখ ইশারায়
ডাকলো আমায়
একটু আসি !

এই খেলাটা মজার খেলা; তাহার সাথে লুকোচুরি,
তন্বী মেয়ের শরীর থেকে উড়ছে শাড়ি বালুচরি।

ভাবছো তুমি
ব্যাপারটা কী !
কিচ্ছু না গো
শুধুই খেলা
একটুখানি
লুকোচুরি
আর কিছু না,
এই তো আমি
তোমার পাশে
ছুঁয়ে দ্যাখো
ফিরে এলাম।
ওই মেয়েটা ?
দুষ্টু ভীষণ
তোমার পাশে
আমায় দেখে
সকাল বিকাল
ঈর্ষা করে
জ্বলে মরে
মরুক জ্বলে;
আর যাবো না
তোমায় আমি
কথা দিলাম ।

অভিমানে গাল ফুলেছে, ওরে আমার সবুজ টিয়া লাজুক লতা লক্ষ্মীসোনা,
এই তো আমি দাঁড়িয়ে আছি আঁচল ধরে, তোমায় ছেড়ে আর যাবো না ।

প্রথম প্রকাশ: [কাব্যগ্রন্থ: সাঁকোবিহীন নদী
প্রকাশকাল: ২০১৫ ]

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএসো রোদে মেলে দিই -কবি সুজিত চট্টোপাধ্যায়‘এর কবিতা
পরবর্তী নিবন্ধচিনিকলের লোকসানের জন্য দায়ী দূর্নীতিবাজ কর্মকর্তারা- অভিযোগ নাটোরের আখচাষীদের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে