“জীবনের ধারাবাহিকতা” কবি বেণুবর্ণা অধিকারী‘এর কবিতা

0
294
www.natorekantho.com

“জীবনের ধারাবাহিকতা”

কবি বেণুবর্ণা অধিকারী

যুগল জীবনপথের শুরুতেই
আসে নতুন নতুন প্রান
অসীম ব্যস্ততায় কাটে
উপযুক্ত করার প্রক্রিয়ায়
সময় তখন আসে আর যায়
ফুরসত নেই নিজস্বতার
সচ্ছলতাচাহিদায় দিনাতিপাত

একটা সময় আসে নিঃসঙ্গতা
জীবন পরিক্রমায়
যাদের জন্য ছিল ব্যস্ততা
তারাই বেরিয়ে পরে নতুন ধারাবাহিকতায়
পড়ে থাকে অথর্ব ন্যূজতা
যারা মেনে নিতে পারে বর্তমান
তারা বর্তে যায়
টিকে থাকে আনন্দোল্লাসের মাঝে
প্রকৃতির অকৃপনতার মাঝে
পিছুটানে হাপিত্যেশকারী
ধুকে ধুকে অপেক্ষা করে মৃত্যুর

সুতরাং বর্তমানটাই আসল
বাঁচো বর্তমান নিয়ে
যতটুকুই আছে তাই হোক
সৃষ্টিস্থিতি সম্বলরূপে

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“প্রয়োজন তোমার” কবি দেবাশীষ সরকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“মহাকালে রেখাপাত”-স্বকৃত নোমান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে