“প্রয়োজন তোমার” কবি দেবাশীষ সরকার‘এর কবিতা

0
439
Debashish Sarker

“প্রয়োজন তোমার”

কবি দেবাশীষ সরকার

দেখেছো তুমি দেখে যাও
মীরজাফরের আজও সক্রিয়,
তোমার উর্বর জমিন কর্ষণ করে অবিরত,
জ্বলে ওঠা ক্ষোভের আগুন আজ নিভু নিভু,
মিথ্যার জগতে মুখরিত চারিদিক চারপাশ।
৫৭ থেকে ৭৫ ইতিহাসের
অনন্ত ক্ষণ কেক কেটে উৎসব পালনের মত।
বিশ্বাস করে যাদের টেনেছিল বুকে,
বলেছিলে ঘুষ-দুর্নীতি বন্ধ করো,
সেদিনের মত আজও তারা
এগিয়ে চলেছে অন্ধকারের পথে।
তোমার মানবতাবোধ বিশুদ্ধ দেশপ্রেম
পুঁজি করে চলে ধ্বংসযজ্ঞ,
জীবনমুখী উদ্যোগ আজ পরাহত
নব নব গণকন্ঠের সাজানো মিথ্যাচারে।
আজ বাংলার আকাশে উড়ে
লাল-সবুজ ক্ষত-বিক্ষত রংচটা নেকড়া।
আমাদের আকাশছোঁয়া নির্ভরতার নৌকা
আজ বেইমান অগ্নি সন্তান এ ভরপুর।
জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদে
আটকে আছে তোমার বাংলা।
অনেক মমতা মাখা কন্ঠের
ভিড়েও খুঁজে পাইনা “ভাইয়েরা আমার”
কোথায় কোটি মানুষের
বাঁধভাঙা জোয়ার উচ্চকণ্ঠে স্লোগান,
পদদলিত মানবতার মুক্তির সংগ্রাম
নাই নাই কোথাও নাই প্রয়োজন তোমার।

প্রথম প্রকাশ- অনু পত্রিকা “সচেতন নাটোর”

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“সমাধীক্ষেত্র ” – মনির জামানের কবিতা
পরবর্তী নিবন্ধ“জীবনের ধারাবাহিকতা” কবি বেণুবর্ণা অধিকারী‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে