নাটোরের গুরুদাসপুরে দুস্থদের জন্য মেয়র কল্যাণ ট্রাস্টের উপহার

0
264
Mayor

সন্দীপ কুমার, গুরুদাসপুর,নাটোরকন্ঠ:

করোনায় ঘরবন্দি হয়ে পড়েছেন গুরুদাসপুরের মানুষ। দিন মজুর শ্রমজীবিদের ঘরে খাবার নেই। এতে করে পরিবার পরিজন নিয়ে সমস্যায় পরছেন তারা। মেয়র শাহনেওয়াজ আলী বলেন, করোনা পরিস্থিতিতে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এতে দরিদ্ররা ঘরে আটকা পড়েছেন।

মধ্যবিত্তরাও খাদ্য সংকটে ভুগছেন। এই সংকট নিরসনে দুস্থদের পাশে দাঁড়ানো জরুরী। তাই মেয়র কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছ। সেখান থেকেই দুস্থদের সহয়তা করা হচ্ছেশনিবার (১৮ এপ্রিল) সকালে পৌর সদরের চাঁচকৈড় চৈতালি হাটে মেয়র কল্যাণ ট্রাস্টের উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসময় ৬ নম্বর ওয়ার্ডের ৭০টি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, গুরুদাসপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী ও আ.লীগ নেতা সমাজ সেবক আব্দুল কাদের প্রমূখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়া উপজেলা মধ্যবিত্ত পরিবার, চাইতে না পারায় বাড়ছে ক্ষুধার তীব্রতা!
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুর সমাজসেবক রনির খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে