নাটোরের সিংড়ায় উদ্ধারকৃত ৫ পেঁচা ছানা বন্যপ্রাণী পুর্ণবাসন কেন্দ্রে হস্তান্তর

0
247
nATORE-KANTHO

নাটোর কণ্ঠ : নাটোরের সিংড়া উপজেলা থেকে উদ্ধার হওয়া নিশাচর পাখি লক্ষ্মী পেঁচার ছানাগুলোকে রাজশাহী বন্যপ্রাণী উদ্ধার ও পুণর্বাসন কেন্দ্রে হস্তান্তর করেছে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। সোমবার বিকেলে রাজশাহী বন্যপ্রাণী উদ্ধার ও পুণর্বাসন কেন্দ্রের জুনিয়র ওয়াল্ড লাইফ স্কাউট সোহেল রানা’র কাছে ছানাগুলো হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সহ সদস্য বৃন্দ। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, ছানাগুলো চিকিৎসা সেবা দেয়ার পরবর্তীতে অবমুক্ত করা হবে। এর আগে সিংড়া পৌর শহরের মাদ্রাসা মোড় এলাকার একটি লেদ থেকে ছানাগুলোকে উদ্ধার করে পরিবেশ কর্মী হাসান ইমামের তত্বাবধানে রাখা হয়েছিল।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে দফায় দফায় মোবাইল কোর্ট পরিচালনা হলেও দুর্বার গতিতে চলছে পুকুর খনন
পরবর্তী নিবন্ধকোনো অবস্থাতেই পৌর নির্বাচনকে প্রভাবিত হতে দেওয়া হবে না। – লালপুরে জেলা প্রশাসক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে