“সমাধীক্ষেত্র ” – মনির জামানের কবিতা

0
524
মনিরজামান

সমাধীক্ষেত্র

মনির জামান

এখানে কেউ নেই, কিছু নেই
তবু- এখানে আসতে হয় অনির্দিষ্ট নিয়মে
আমরা হাত তুলি,
কল্পিত অস্তিত্ত্বের নাম ধরে ডাকি
আমরা এখানে রেখে যেতে আসি নিথর দেহ
তাঁরা আমার ভাই, বন্ধু, পরিজন, প্রজম্ম
তারপর তাদের স্বত্ত্বার সুখময় স্থানে অধিষ্ঠানের
প্রার্থনা শেষে শান্তনা নিয়ে বাড়ি ফিরি।

এখানে কেউ নেই, কিছু নেই
তা সত্ত্বেও
এসব সমাধীক্ষেত্রে আমাদের আসতেই হয়
নতুন কোনো দেহ নিয়ে!

একদিন আমার দেহ নিয়ে আসবে যারা
তাঁরাও কি ভাববে এখানে কেউ নেই, কিছুই নেই
এ এক গভীর ধারার পরম্পরা!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“রাবেয়া বসন্তে “- মৃন্ময় চক্রবর্তী’র অনুগল্প
পরবর্তী নিবন্ধ“প্রয়োজন তোমার” কবি দেবাশীষ সরকার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে