সিংড়া সুতরানা বাজরে অবৈধভাবে পাখি মারা ইয়ারগান ক্রয়- বিক্রয়

0
317

সিংড়া উপজেলার ০৮ নং শেরকোল ইউপির সুতরানা বাজরে অবৈধভাবে চলছে পাখি মারা ইয়ারগান ক্রয়- বিক্রয়।

নাটোর কণ্ঠ, সিংড়া:পরিবেশ ও প্রকৃতি রক্ষাতে পাখি মারা আইনত দণ্ডনীয় অপরাধ হলেও সিংড়া উপজেলায় বিভিন্ন স্হানে প্রতিনিয়ত কিছু অসাধু লোকের দারা পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী পাখিকে তারা ইয়ারগানের স্বীকার করছে।
তেমনটাই ঘটেছে সিংড়া উপজেলার সুতরানা বাজারে মোঃবি এম চৌধুরী পিতাঃ মোঃ মসলেম উদ্দিন চৌধুরী
গ্রামঃ- সুতরানা বাজার।
তিনি এই বাজারেই ডেকোরেটর এবং ডিসলাইনের ব্যবসা করেন।
এই ব্যবসার আড়ালে সবার চোখ ফাঁকি দিয়ে তিনি মোঃ রকি ইসলাম বাড়ি ঃ- নয়দাপাড়ায় তার কাছে গোপনে পাখি ঘাতক ইয়ারগানটি বিক্রয় করার সময় গোপন ক্যামেরায় ছবিটি তোলা হয়।

এখানকার এলাকাবাসী বলেন,
তারা সবসময় পাখি শিকার করে। মানা নিষেধ করলেও শুনতো না।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব এম এম সামিরুল ইসলাম স্যার তাদের প্রশাসনিক ভাবে তাদের আইনের আওতায় এনে দ্রুত ব্যাবস্হা গ্রহন
করলে প্রত্যেক এলাকায় পাখি শিকার বন্ধ হবে এবং পরিবেশ,প্রকৃতি বাঁচবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুকৌশলে চলছে অবাধে পুকুর খনন
পরবর্তী নিবন্ধনাটোরের একজন উঞ্চতার ফেরিওয়ালা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে