সিংড়া বিলদহর হাটে নেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির বালাই

0
327

সিংড়া প্রতিনিধি, নাটোরকন্ঠঃ

নাটোরের সিংড়া উপজেলার বিলদহর একান্নবিঘা হাটে নেই কোন সামাজিক দুরত্ব কিংবা স্বাস্থ্যবিধির বালাই। হাজার হাজার মানুষের পদভারে জমে উঠেছে বিলদহরের সাপ্তাহিক এই হাট। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক জনসমাগম ঘটেছে।

হাজার হাজার মানুষ হাটে এসেছে ক্রয় বিক্রয় করতে। একদিকে করোনায় সারাবিশ্ব নাকাল, লক্ষাধিক মানুষ মৃত। কি শিক্ষিত কি অশিক্ষিত কি ধনী-দরিদ্র ছোট কিংবা বড় কারো মধ্যেই নেই কোন সচেতনতা। মাস্ক ব্যবহারের প্রতি উদাসীন সবাই। সামাজিক দুরত্ব মানা হচ্ছে না। শত শত মানুষ মাস্ক ছাড়াই হাটে এসে কেনাকাটা করছে। সর্বাত্মক লকডাউন হওয়ার কথা থাকলেও বিলদহর হাট/বাজারে প্রশাসনের নেই কোন নজরদারী। শুধু এই হাটই নয় উপজেলার বিভিন্ন বাজারগুলোতেও একই চিত্র দেখা যাচ্ছে। করণা মহামারীর ঠেকাতে সচেতনতা আর কোন বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে লকডাউনে ঢিলেঢালা ভাব
পরবর্তী নিবন্ধকবি কামাল খাঁ’র ছড়া পৃথিবী আজ ক্ষেপেছে ভাই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে